নারী দলের স্পিন কোচ দিনুকা

0
103

নিজস্ব প্রতিবেদকঃ নারী দলের জন্য নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান কোচ হাসান তিলকারত্নের সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে দেখা যাবে তারই স্বদেশি দিনুকা হেতিয়ারাচ্চিকে। বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে এই বিষয়টি জানিয়েছেন নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

দিনুকা খেলোয়াড়ী জীবনে শ্রীলঙ্কার হয়ে একটি মাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে নিয়েছিলেন ২ উইকেট। তবে ২৩৪ প্রথম শ্রেণির ম্যাচে ১ হাজার উইকেট আছে তার। বাঁহাতি স্পিনে পটু দিনুকা আগামী ২-৪ দিনের মাঝেই বাংলাদেশে আসছেন বলে জানান নাদেল।

নতুন কোচ প্রসঙ্গে গণমাধ্যমকে নাদেল বলেন, ‘আমাদের জাতীয় দলে (প্রধান কোচ) হাশান তিলকারাত্নে আছেন, সম্প্রতি আমরা শ্রীলঙ্কা থেকে স্পিন কোচ হিসেবে দিনুকাকে (দিনুকা হেতিয়ারাচ্চি) নিচ্ছি। তিনি ২-৪ দিনের মধ্যে যুক্ত হবেন।’

এদিকে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক পর্যায়ের জন্যও নতুন কোচিং প্যানেল সাজাচ্ছে বিসিবি। নাদেল বলেন, ‘বয়সভিত্তিকের জন্য আমরা দীপু রায় চৌধুরি ও ওয়াহিদুল গনিকে নিয়েছি। দীপু রায় আগেও কাজ করেছেন৷ আরও ৩-৪ জন কোচকে এই প্যানেলে যুক্ত করার পরিকল্পনা আছে। যাতে তারা বয়সভিত্তিক ক্রিকেটের দলগুলোকে ভবিষ্যতে একটা শক্তিশালী পাইপলাইন হিসেবে তৈরি করে দিতে পারেন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here