স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় নারী ফুটবলারদের বেতন নিয়ে সমস্যার অবসান হতে চলেছে। এখন থেকে ফিফার অনুদান থেকে বেতন পাবেন সাবিনা, কৃষ্ণা, সানজিদারা। আর এতে করে কাটবে বেতন নিয়ে চলমান সমস্যা। নিয়মিত বেতন পেতে অসুবিধে হবে না ফুটবলারদের।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছে বার বার বেতন চাইতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। টাকা না পেলে নারী ফুটবলারদের বেতনও ঝুলে থাকত। সবশেষ ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন পেয়েছেন ফুটবলাররা। মার্চ মাসের বেতন না পেয়েই ঈদ করতে ক্যাম্প ছেড়েছেন তারা। এরকম বেতন ঝুলে থাকা নিয়ে ফুটবলারদের মধ্যেও অসুন্তুষ্টি রয়েছে। বাফুফেও বিব্রতকর হয়।
সবশেষ চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১১ লাখ টাকার মতো বেতন দিতে হয় ফুটবলারদের। আর এই বেতনের জন্য বাফুফে চিঠি পাঠিয়েছিল, নারী ফুটবলারদের বেতন যেন ফিফা থেকে দেওয়া। এরপর ফিফাও সাড়া দিয়েছে সেই প্রস্তাবে। বাফুফেতে পাঠানো অনুদান থেকে নারী ফুটবলারদের বেতন দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সাধারণত আগে ফিফার অনুদান থেকে বেতন দেওয়ার নিয়ম ছিল না।
এখন ফিফা অনুমোদন দেওয়ায় বাফুফেও কিছুটা স্বস্তি পেতে পারে। এর কারণে, এখন থেকে নারী ফুটবলারদের বেতন নিয়ে ঝামেলা পোহাতে হবে কম। নারী ফুটবলাররাও সময়মতো বেতন পেতে পারবেন। নারী ফুটবলারদের সাথে গেল মাসেই ছয় মাসের বেতনের চুক্তি শেষ হওয়ায়, এবার নতুন চুক্তি করতে চলেছে বাফুফে।
Discussion about this post