স্পোর্টস ডেস্কঃ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরে বিদায় নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের পর শুক্রবার রাতে তারা হেরেছে নিউজিল্যান্ডের কাছে। কেপটাউনে কিউইদের বিপক্ষে ৭১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে ও অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের লজ্জা পায় টাইগ্রেসরা।
নিউল্যান্ডসে টস জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান করে নিউজিল্যান্ড। দলটির হয়ে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন সুজি বেটস। এ ছাড়া বেজাইডেনহট ৪৪ ও ম্যাডি গ্রিনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪৪ রান। ৬১ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৮১ রান করেন বেটস। এই ইনিংসের মাধ্যমে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বল হাতে বাংলাদেশের ফাহিমা খাতুন ২টি ও স্বর্ণা আকতার ১টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিলো বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে ব্যাট হাতে স্বর্ণা আক্তার ২২ বলে ৪ চারে সর্বোচ্চ ৩১ রান করেন। ৩৮ বলে ৩ চারে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন মুর্শিদা খাতুন। শামীমা সুলতানার ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটায় রান করতে পারেননি। অবশ্য অতিরিক্ত খাত থেকে আসে ১৭টি রান।
বল হাতে পর পর দুই বলে দুই উইকেট নেওয়াসহ ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন নিউজিল্যান্ডের ইডেন কারসন। ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন হান্না রো। আগামী ২১ ফেব্রুয়ারি কেপ টাউনেই গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০