নিজস্ব প্রতিবেদকঃ সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে পরপর দুই ওভারে বাংলাদেশের দুই সেট ব্যাটারকে ফেরালেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথমে সাকিব আল হাসানকে ফেরান তিনি। এরপর সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
৯০ রানে বোল্ড হয়েছেন শান্ত। চলতি বিশ্বকাপে দ্বিতীয় ফিফটি হাঁকানো এই ব্যাটার সেঞ্চুরির খুব কাছে গিয়েও মাইলফলক স্পর্শ করা হলো না। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হয়েছেন শান্ত। ১২ চারে ১০১ বলে তিনি খেলেছেন ৯০ রানের ইনিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০