নাসিরকে হারিয়ে টসে জিতলেন সোহান

0
46

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্স। দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে ম্যাচ। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।

যেখানে জিতেছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে নাসির হোসেনের নেতৃত্বাধীন ঢাকা ডমিনেটর্স।

কাগজে-কলমে দুই দলেরই প্লে-অফে যাওয়ার সম্ভাবনা টিকে আছে এখনও। তবে রংপুরের সেই সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ম্যাচ জিতলেই দলটি চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করবে। অপরদিকে বিদায় ঘটবে ঢাকার।

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। অপরদিকে ১০ ম্যাচ খেলে ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ঢাকা ডমিনেটর্স।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here