নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকায় চলছে তৃতীয় পর্বের খেলা। প্রথম দিনের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে ঢাকা ডমিনেটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
যেখানে জিতেছেন ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এখন পর্যন্ত আসরে ছয়টি ম্যাচ খেলেছে ঢাকা ডমিনেটর্স। তবে প্রথম ম্যাচে জয়ের পর থেকে টানা পাঁচ হার দেখেছে দলটি। নামের পাশে মাত্র ২ পয়েন্ট। টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে তাসকিন-সৌম্যদের দল।
এদিকে কুমিল্লা নিজেদের প্রথম তিন ম্যাচে টানা হেরেছে। তবে এরপর টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ছয় ম্যাচ খেলে তিনটি করে জয় ও পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে চার নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post