স্পোর্টস ডেস্ক: নাসিরের জাতীয় দল থেকে বাদ পড়ার জন্য নাসিরের ভক্তরা সব সময়ই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের দিকে ইঙ্গিত করেন। তবে এবার নাসিরের পারফর্মে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখে হাসি দেখা গেছে।
সোমবার রাতে নাসিরের ব্যাট-বলে অলরাউন্ডিং পারফর্মে কুমিল্লা ভিক্টোরিয়াকে হারায়া ঢাকা ডায়নামাইটস। নাসির যখন ব্যাট করে ছিলেন তখন টিভি স্কিনে পাপনসহ নাসির ভক্তদের হাসিমাখা মুখ ভেসে উঠে।
সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।
ঢাকার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা আউট হলে ফিরে গেলে উইকেটে জুটি গড়েন মেহেদী মারুফ ও নাসির হোসেন।
দু’জন মিলে ৮৪ রানের পার্টনারশিপ গড়েন। ইনিংসের ১৩তম ওভারে বিদায় নেন নাসির। রায়ান টেন ডয়েসকাটের বলে আহমেদ শেহজাদের তালুবন্দি হওয়ার আগে নাসির করেন ৪৩ রান। ৩৫ বলে পাঁচটি চারের সাহায্যে এই ইনিংসটি সাজান তিনি। ফলে স্কোর বোর্ডে যোগ হয় ১১৭ রান।
এছাড়া নাসির হোসেন ব্যাটিংয়ে নেমে যখন প্রথম চারের বাউন্ডারি হাঁকান। তখন টিভি স্ক্রিনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ নাসির ভক্তদের হাসিমাখা মুখ ভেসে উঠে।
বোলিংয়েও এগিয়ে ছিলেন নাসির। ঢাকাকে প্রথম উইকেট এনে দেন তিনি। কুমিল্লা শিবিরে প্রথম হানা দেন নাসির হোসেন। কুমিল্লার হয়ে ব্যাটিং শুরু করেন ইমরুল কায়েস এবং জসিমউদ্দিন। ইনিংসের চতুর্থ ওভারে নাসির হোসেনের বলে আলাউদ্দিনের তালবুন্দি হয়ে সাজঘরে ফেরেন ইমরুল। দলীয় ৩০ রানের মাথায় কুমিল্লা প্রথম উইকেট হারায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০