নাসির-আল আমিন ঢাকায়

0
87

নিজস্ব প্রতিবেদকঃ শুরু হয়েছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২৩ এর প্লেয়ার্স ড্রাফট। সেখানে সবার আগে ডাক পাওয়ার সুযোগে লিটন দাসকে দলে টেনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ডাকে সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছে মুশফিকুর রহিমকে।

প্রথম ডাকে মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা প্রথম ডাকে দলে নিয়েছে মোহাম্মদ মিঠুনকে। শেখ মাহেদিকে প্রথম ডাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল প্রথম ডাকে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নিয়েছে খুলনা টাইগার্স।

এদিকে দ্বিতীয় ডাকে নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। খুলনা নিয়েছে ইয়াসির আলি রাব্বিকে। মেহেদি হাসান মিরাজকে দলে টেনেছে বরিশাল। হাসান মাহমুদ রংপুরে। সৌম্য সরকার খেলবেন ঢাকার জার্সিতে। দ্বিতীয় ডাকে শুভাগত হোমকে নিয়েছে চট্টগ্রাম।

এরপর ফরচুন বরিশাল দলে টানল জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। শেষে এসে খুলনা টাইগার্স যোগ করে মোহাম্মদ সাইফউদ্দিনকে। নাইম শেখকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। মেহেদি হাসান রানা এই মৌসুমেও খেলবেন চট্টগ্রামের জার্সিতে। ইমরুল কায়েসকে শেষ ডাকে দলে নিয়েছে কুমিল্লা। নাহিদুল ইসলামকে এই সেটে দলে নিয়েছে খুলনা।

এদিকে পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডে এসে অলরাউন্ডার নাসির হোসেন ও পেসার আল আমিন হোসেনকে দলে নিয়েছে ঢাকা।

ড্রাফটের ষষ্ঠ রাউন্ড পর্যন্ত যারা দল পেয়েছেন_____

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-

সরাসরি চুক্তিতে যারা- আফিফ হোসেন ধ্রুব, বিশ্ব ফার্নান্দো, আসান প্রিয়ঞ্জন, কুর্টিস ক্যাম্ফার।

ড্রাফট থেকে নেওয়া- শুভাগত হোম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি মারুফ, জিয়াউর রহমান,

 

ঢাকা ডমিনেটরস-

সরাসরি চুক্তিতে যারা- তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, দিলশান মুনাবীরা।

ড্রাফট থেকে নেওয়া- মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানী, নাসির হোসেন, আল আমিন হোসেন,

 

রংপুর রাইডার্স-

সরাসরি চুক্তিতে যারা- নুরুল হাসান সোহান, শোয়েব মালিক, পাথুম নিসাঙ্কা, সিকান্দার রাজা, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, জেফ্রি ভ্যান্ডারসে।

ড্রাফট থেকে নেওয়া- মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রকিবুল হাসান জুনিয়র, রিপন মণ্ডল, শামীম হোসেন পাটোয়ারী

 

খুলনা টাইগার্স-

সরাসরি চুক্তিতে যারা- তামিম ইকবাল, আভিষ্কা ফার্নান্দো, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খান,

ড্রাফট থেকে নেওয়া- ইয়াসির আলী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান

 

সিলেট স্ট্রাইকার্স-

সরাসরি চুক্তিতে যারা- মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিল্ভা, কলি অ্যাকারম্যান, রায়ান বার্ল।

ড্রাফট থেকে নেওয়া- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন

 

ফরচুন বরিশাল-

সরাসরি চুক্তিতে যারা- সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইব্রাহিম জাদরান, করিম জানাত, উসমান কাদির, রাখিম কর্নওয়াল, কেসরিক উইলিয়ামস, রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হক, কুশল পেরেরা

ড্রাফট থেকে নেওয়া- মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, এবাদত হোসেন, এনামুক হক বিজয়, কামরুল ইসলাম রাব্বী, ফজলে রাব্বি

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-

সরাসরি চুক্তিতে যারা- মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নবি, আবরার আহমেদ।

ড্রাফট থেকে নেওয়া- লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, জাকের আলী অনিক, আশিকুর জামান

ড্রাফটের ষষ্ঠ রাউন্ড পর্যন্ত।*

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here