নাসির-সানিদের লিগে খেলবেন গম্ভীর-যুবরাজও

0
99

স্পোর্টস ডেস্কঃ আবু ধাবি টি-টেন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক সাম্প আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির উদ্যোক্তা প্রতিষ্ঠান টি-টেন গ্লোবাল স্পোর্টসের উদ্যোগে এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্স্টার্স টি-টেন লিগ। এই লিগে খেলবেন ভারতের সাবেক তিন তারকা যুবরাজ সিং, গৌতম গম্ভীর ও ইউসুফ পাঠান।

২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতের এই তিন তারকা ক্রিকেটার খেলবেন নিউ জার্সি লিজেন্ডসের হয়ে। এছাড়া একই দলে দেখা যাবে লিয়াম প্লাংকেট, এলবি মরকেল, আরপি সিং ও জেসি রাইডারের মতো তারকাদের।

মার্স্টার্স টি-টেনের এই টুর্নামেন্টে আছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। সেখানকার দল আটলান্টা ফায়ারের সাথে জোট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। আটলান্টা রাইডার্সের জার্সিতে খেলবেন নাসির হোসেন, ফরহাদ রেজা-সহ ৫ বাংলাদেশি ক্রিকেটার। এছাড়াও দলে আছেন লেন্ডন সিমন্স, রবিন উথাপ্পার মতো বিদেশি তারকা ক্রিকেটাররা। একই লিগে এবার নাসিরদের সাথে গম্ভীর-যুবরাজরাও মাঠ মাতাবেন।

‘ইউএস মাস্টার্স টি-টেন লিগ’ নামে এই টুর্নামেন্টের লড়াই করবে ৬ দল। সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের পাশাপাশি এই টুর্নামেন্টের সবেমাত্র খেলা শুরু করা ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন। ১৮ থেকে ২৭ আগস্ট মার্স্টার্স টি-টেনের প্রথম আসর মাঠে গড়াবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here