নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছে ইংল্যান্ড দল। পাওয়ার প্লে’তে বিনা উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে দলটি।
সাগরিকায় শুরু থেকেই আক্রমণাত্বক দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। দুজনই তেড়ফুড়ে খেলতে থাকেন টাইগার বোলারদের উপর। পাওয়ার প্লে’র একেবারে শেষ ওভারে প্রথম উইকেটের সুযোগ পায় স্বাগতিকরা। তবে ক্যাচ মিসে সেটি আর সম্ভব হয়নি।
একেবারে শেষ ওভারে নাসুম নিজের দ্বিতীয় ওভার করতে আসলে, প্রথম বলেই ক্যাচ তুলে নেন ফিল সল্ট। তবে নিজের বলে নিজেই ক্যাচ নিতে ব্যর্থ হন নাসুম। যদিও খানিকটা কঠিন ছিল সেটি। তবে এরপরের সুযোগটি একেবারে বড় দুঃশ্চিন্তার কারণ। কেননা জস বাটলারের ক্যাচ মিস করেছেন খোদ সাকিব আল হাসান।
নাসুমের একই ওভারের চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন বাটলার। তবে মিড অনে ইংলিশ অধিনায়কের একেবারে সহজ ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক সাকিব। বড় জীবন পেয়ে গেছেন এই তারকা ক্রিকেটার। দুই ওপেনার জীবন পেয়ে এগিয়ে চলছেন রান বাড়াতে।
পাওয়ার প্লে’র মধ্যে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। তবে পরের তিন ওভারে ১৭ রান নিতে পারে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংলিশদের সবশেষ সংগ্রহ ৬৮ রান। বাটলার ২৩ বলে ৩২ ও সল্ট ৩১ বলে ৩১ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post