নিজস্ব প্রতিবেদকঃ সম্ভবনা ছিল ম্যাচ ড্র’য়ের। কিন্তু সেটাতে দারুণ এক জয়ের দেখা পেল সাউথ জোন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে সেন্ট্রাল জোনকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে সাউথ জোন। বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ জয়ের নায়ক নাসুম আহমেদ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪৪ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন বল হাতে। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৫ উইকেট।
বগুড়ায় আগের দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান নিয়ে শেষ করেছিল সাউথ জোন। সেখান থেকে আবার ব্যাট করতে নামে দলটি। চতুর্থ ও শেষ দিনে এসে ২৭৭ রানে অলআউট হয়ে পড়ে দলটি। সেঞ্চুরি হাঁকিয়ে ১১২ রানে অপরাজিত থাকা অমিত হাসান শেষ পর্যন্ত ১১৬ রানে আউট হন। ২৪৮ বলের সেই ইনিংসটি সাজানো ছিল ১৯টি বাউন্ডারির মারে। ২৩ রানে অপরাজিত থাকা নাহিদুল ইসলাম আউট হন ৩২ রান করে। এর বাইরে আগে ৯০ রানের ইনিংস খেলেছিলেন ফজলে রাব্বি।
সেন্ট্রাল জোনের হয়ে মুশফিক হাসান ৫ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তিনি। আবু হায়দার রনি শিকার করেছেন ৪ উইকেট।
সেন্ট্রাল জোনের দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ ইনিংসে লক্ষ্যটা দাঁড়ায় ৩০৮ রান। দলটি জিততে না পারলেও, ড্র করার সুযোগ ছিল অন্তত। কিন্তু নাসুমের বাঁহাতি স্পিনে কুপোকাত সেন্ট্রাল জোন। ৬২.৫ ওভারে ১৯৭ রানে গুঁটিয়ে যায় দলটির ইনিংস। সাউথ জিতে যায় ১১০ রানে। দলের পক্ষে আইচ মোল্লা ৯ বাউন্ডারিতে ৯৮ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে।
নাসুম একাই ২৬ ওভার বল করে ৩ মেইডেনসহ ৯৬ রান খরচে ৫ উইকেট শিকার করেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তিনি। খালেদ আহমেদের শিকার ২টি উইকেট।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১৩ রান করে সাউথ জোন। সাদমান ইসলাম ১৩০ রানের ইনিংস খেলেন। ফজলে রাব্বি ৫০ রান ও নাসুম আহমেদ ৪৪ রান করেন। সেন্ট্রাল জোনের হয়ে ৫ উইকেট শিকার করেন আবু হায়দার রনি।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন ২৮৩ রানে অলআউট হয়ে পড়ে। জাকের আলি অনিক একাই ১৩৮ রানের ইনিংস খেলেন। মোহাম্মদ মিঠুন করেন ৩৮ রান। সাউথ জোনের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন খালেদ ও নাসুম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post