নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সহজ জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটে হারিয়েছে ঐতিহ্যবাহী দলটি। বল হাতে নাসুম আহমেদের স্পিন ভেলকির পর ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন ইমরুল কায়েস। ম্যাচ সেরা হয়েছেন ৫ উইকেট নেওয়া নাসুম।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স ইউনিয়ন। ৪ ওভারে মাত্র ৬ রানে টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট হারায় দল। ৬১ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ার পর মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস জাভেদ মিলে এক জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন। তবে ৫৩ রানের সেই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল।
শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে মাত্র ১৩৫ রানে গুঁটিয়ে যায় ব্রাদার্সের ইনিংস। ৫৮ বলে ৬ বাউন্ডারিতে ৪৫ রানের ইনিংস খেলেন মাহমুদুল। সমান ৪৫ রানের ইনিংস খেলেন জাভেদও। তার ৬২ বলের ইনিংস সাজানো ছিল ৫ বাউন্ডারি ও ১ ছক্কার মারে।
মোহামেডানের হয়ে একাই পাঁচ উইকেট নেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার ১০ ওভারে ২ মেইডেনসহ মাত্র ২২ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। ২৮ রানে ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ।
১৩৬ রানের মাঝারি লক্ষ্যে নেমে শুরুটা বেশ ভালো করে মোহামেডান। ৯.৩ ওভারে ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়ে তুলেন রনি তালুকদার ও ইমরুল কায়েস। ১০ রান করে রনি বিদায় বিদায় নিলে ভাঙে সেই জুটি। রান করতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হকরা। ১৪ রান করা রুবেল মিয়া কাঁটা পড়েন রান আউটে। এক প্রান্ত আগলে রেখে একেবারে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন অধিনায়ক ইমরুল।
ইমরুলের আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়েই ২৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। ফিফটি হাঁকিয়ে ৭১ বলে ১২ বাউন্ডারি ও ৩ ছক্কায় শেষ পর্যন্ত ৯২ রান করে অপরাজিত থাকেন ইমরুল। ৭ রান করে অপর প্রান্তে অপরাজিত থাকেন মিরাজ।
ব্রাদার্সের হয়ে নূর শিকার করেন সর্বোচ্চ ২টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post