স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত হারে প্রচণ্ড রকমের হতাশ ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ৬৯ রানে হারের পর সেমিফাইনালের সমীকরণ কঠিন হয়ে যাচ্ছে ইংলিশদের। তবে দলটির সামনের সব ম্যাচই ফাইনাল মনে করেন দেশটি সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার নাসের হোসেইন।
বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়া নাসের বলেছেন, ‘বাটলারের দলের জন্য আর নড়াচড়ার করার সুযোগ নেই। শিরোপা ধরে রাখতে হলে তাদের এখন প্রতিটি ম্যাচই জিততে হবে। এ জন্য প্রতিটি ম্যাচে সেরা একাদশ খেলাতে হবে, ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দিয়ে শুরু করতে হবে “বিশ্বকাপ ফাইনাল”। এর অর্থ হচ্ছে, বেন স্টোকস ফিট থাকলে তাঁকে একাদশে ফেরাতে হবে। আমি আন্তরিকভাবে আশা করি, ইংল্যান্ড এটা ভাববে না যে এটা তো শুধু আফগানিস্তান ম্যাচ।’
নাসেরের পছন্দ হয় নি ইংল্যান্ডের একাদশ। তিনি মনে করেন হ্যারি ব্রুক এবং বেন স্টোকস দুজনকেই একসঙ্গে খেলানো উচিত। এজন্য ক্রিস ওকসকে বাদ দিতে বললেন নাসের। ওকস এখন পর্যন্ত বিশ্বকাপে তিন ম্যাচ খেলেছেন। যেখানে ৭.৫০ রান ইকোনমিতে মাত্র ২ উইকেট নিতে পেরেছেন। নাসের বলেন, ‘ওকস একদমই ছন্দে নেই। তিন ম্যাচেই সেটা দেখা গেছে। তাকে এখন একাদশের বাইরে রাখতে হবে। এখন কোনো প্রকারের আবেগ বা আনুগত্য দেখানোর সময় নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০