স্পোর্টস ডেস্কঃ মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিং ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। সাকিব আল হাসানের দল এর আগে প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল। তিন ম্যাচ সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা।
ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ জয়ে বড় অবদান রাখেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। প্রথমবার টি-টোয়েন্টি জেতা ম্যাচে তিনি করেছিলেন ৫১ রান। সেদিন ম্যাচ শেষ করে আসতে না পারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে শান্ত ছিলেন স্পট অন। মন্থর উইকেটে দলের বিপর্যয়ে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেছেন।
শান্তর এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর তার প্রশংসা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তাঁর কণ্ঠে শান্তর বন্দনা। স্কাই স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা এই সাবেক ক্রিকেটারের মতে, বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান তারকা হয়ে উঠছেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৮০ রান করেছিলেন শান্ত। বিশ্বকাপের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে করেছেন ৫১৬ রান, হয়েছেন টুর্নামেন্ট সেরাও।
বিশ্বকাপ আর বিপিএলের মত নিজের ছন্দ ধরে রেখেছেন চলমান ইংল্যান্ড সিরিজেও। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। টি-টোয়েন্টিতেও শান্ত ব্যাট চলছে সমান তালে। তাই এই বাঁহাতি প্রশংসায় মেতেছেন নাসের। তিনি বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত খেলেই ২-০ ব্যবধানে সিরিজে জয় নিশ্চিত করেছে। দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। জয়টা বাংলাদেশের প্রাপ্যই। নাজমুল হোসেন বাংলাদেশের ক্রিকেটের তারকা হয়ে উঠছে। বাংলাদেশের এখন দারুণ দারুণ ক্রিকেটার তৈরি করতে হবে। এই সিরিজ জয়টা তাদের জন্য বড় কিছুই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post