না খেলে লন্ডনে ঘুরতে গিয়ে নিষিদ্ধ সোমা ও মৌ

0
55

স্পোর্টস ডেস্কঃ কমনওয়েলথ গেমস-২০২২’এ নিজেদের খেলায় অংশ না নিয়ে ঘুরতে গিয়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ টেবিল টেনিসের দুই নারী খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। দুজনের বিরুদ্ধে অভিযোগ, গত ৫ আগস্ট না খেলে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন তারা। ফলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুজনকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, ‘৫ আগস্ট আমাদের দ্বৈত ইভেন্টের খেলা ছিল। সেদিন তারা দুজন না খেলে গেমস ভিলেজের বাইরে ছিল। এ কারণে ম্যাচটি ওয়াকওভার হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মানহানি হয়েছে। এ জন্য কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ওই দুই খেলোয়াড়কে আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।’

ফেডারেশন সোমা ও মৌ’র কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। কিন্তু ৭২ ঘণ্টা পরও তাদের থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত মঙ্গলবার তাদের নিষিদ্ধ করে ফেডারেশন।

যদিও এমন অভিযোগের বিষয় অস্বীকার করেছেন সোমা, ‘আমরা গেমস ভিলেজেই ছিলাম। অন্য কোথাও বেড়াতে যাইনি। ভিলেজে থাকার সব প্রমাণ আমাদের কাছে আছে। তারপরও কেন ফেডারেশন এমন সিদ্ধান্ত নিয়েছে, জানি না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here