স্পোর্টস ডেস্কঃ মারা গেছেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক সাঈদ আহমেদ। ৮৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতি দিয়ে জানিয়েছে সাঈদের মৃত্যুর খবর। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সাঈদের মৃত্যুতে শোক জানিয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, ‘আমাদের সাবেক একজন টেস্ট অধিনায়কের মৃত্যুতে পিসিবি শোকাহত। সাঈদ আহমেদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। তিনি হৃদয় উজাড় করে পাকিস্তানের দায়িত্ব পালন করেছেন। পিসিবি টেস্ট দল তাঁর রেকর্ড এবং দায়িত্বকে সম্মান জানায়।’
এদিকে খেলোয়াড়ী জীবনে সাঈদ ১৯৫৮ থেকে ১৯৭৩ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৪১টি টেস্ট খেলেছিলেন। ১৯৬৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে হানিফ মোহাম্মদের জায়গায় পাকিস্তানকে তিনি ৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরিসহ ২ হাজার ৯৯১ রান তাঁর, অফ স্পিনে ২২টি উইকেটও নিয়েছিলেন। যদিও সাঈদের ক্যারিয়ারের শেষটা ভালো ছিল না। ১৯৭২-৭৩ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টে ডেনিস লিলির সঙ্গে বিতণ্ডার পর পিঠে চোট দেখিয়ে পরের টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তবে বোর্ডের ধারণা ছিল, মিথ্যা বলেছিলেন সাঈদ। শৃঙ্খলাভঙ্গের জন্য তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপর আর কখনও পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post