না ফেরার দেশে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের মালিক

0
48

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে তার ‘রেকর্ড’টি ভাঙতে পারেননি কেউ। পেলের সেই ১৯৫৮ বিশ্বকাপে তিনি করেছিলেন অনন্য এক কীর্তি। ফিফা বিশ্বকাপের এক আসরে করা সর্বোচ্চ গোলের সেই কীর্তি আজো অক্ষুন্ন। তবে বেঁচে নেই সেই কীর্তগড়া জুস্ত ফঁতেইনের। আজ তিনি পরপারের বাসিন্দা হয়েছেন। সবাইকে কাঁদিয়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।

১৯৫৮ বিশ্বকাপে ১৩ গোল করেছিলেন জুস্ত। এরপর বহু বছর কেটে গেছে। তার সেই ‘রেকর্ড’ ভাঙতে পারলেন না কেউই। পেলের জন্য সেই বিশ্বকাপে এখনো মনে রাখেন সমর্থকেরা। পেলের মৃত্যুর দুই মাস পর তিনি নিজেও মারা গেলেন। মৃত্যুকালে জুস্তের বয়স হয়েছিলো ৮৯ বছর।

১৯৫৩ থেকে ১৯৬০ পর্যন্ত সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের জার্সিতে ২১টি ম্যাচ খেলেছেন জুস্তে ফঁতেইন। জাতীয় দলের হয়ে গোল করেছেন ৩০টি। সুইডেনে অনুষ্টিত ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের ‘রেকর্ড’ করেন তিনি। ফিফা বিশ্বকাপে আর কখনো খেলা হয়নি তার। সেই একবার অংশ গ্রহণের অর্জনটা আজো অক্ষুন্ন।

নিজে ১৩ গোল করলেও জুস্তের দল ফ্রান্স সেই বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। পেলের দেশ ব্রাজিলের কাছে সেমিফাইনাল হেরে বিদায় নিতে হয়েছিলো তার দলকে। ওই আসরে প্যারাগুয়ের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। যুগোস্লাভিয়া ও উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি করে গোল করেন। স্কটল্যান্ডের বিপক্ষে করেন এক গোল। সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার পা থেকে আসে এক গোল। শেষ চার থেকে বিদায় নিয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জ্বলে উঠেন। পশ্চিম জার্মঅনির বিপক্ষে একাই করে ফেলেন চার গোল। তাতেই হয়ে যায় এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের ‘রেকর্ড’।

ফরাসি এই কিংবদন্তীল মৃত্যুত শোক প্রকাশ করেছেন দেশটির বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ে দেশম। তিনি বলেন, ফঁতেইনের মৃত্যু আমাকে ব্যথতি করেছে। যারা ফুটবল ও আমাদের জাতীয় দলকে ভালোবাসে, তাদের সকলকেই ভরাক্রান্ত করবে এই মৃত্যু।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টেফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here