স্পোর্টস ডেস্কঃ এবার আর গুজব বা গুঞ্জন নয়, না ফেরার দেশে চলেই গেলেন হিথ স্ট্রিক। কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে ৪৯ বছর বয়সে চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার। এর আগে গত ২৩ আগস্ট গুজব ছড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্ট্রিক। তবে সেই গুজব ছড়ানো তাঁর সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গা পরে মিডিয়ার সামনে ক্ষমা প্রার্থনাও করেছিলেন। কিন্তু এবার অবশ্য ওলঙ্গা নন, স্ট্রিকের বাবা ডেনিস তার মৃত্যুর সংবাদটি দিয়েছেন।
স্ট্রিক লিভার ও কোলনের ক্যানসারের সঙ্গে লড়ছিলেন বহুদিন, সে লড়াইয়ে পেরে উঠলেন না। জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলা এই তারকা টেস্টে উইকেট নিয়েছেন ২১৬টি, ওয়ানডেতে ২৩৯। অধিনায়ক হওয়ার পর ব্যাটিংয়েও বেশ কার্যকরী ছিলেন। টেস্টে তাঁর রান ১ হাজার ৯৯০ আর ওয়ানডেতে ২ হাজার ৯৪৩।
খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়ে নাম লেখান স্ট্রিক। জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলোতে কাজ করেন। ২০১৪ সালের মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৬ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তবে ২০২১ সালের এপ্রিলে সাবেক এই ক্রিকেটার ৮ বছরের জন্য নিষিদ্ধ হন। মূলত ম্যাচ পাতানোর অভিযোগ ছিল তাঁর ওপর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০