স্পোর্টস ডেস্কঃ দেশে বিভিন্ন সময় একসাথে দেখা গিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বাংলাদেশের ক্রিকেট মহাতারকা সাকিব আল হাসানকে। এবার বিদেশে এক মঞ্চে হাজির দুজন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেশের দুই তারকা এক মঞ্চে হাজির হয়েছিলেন।
সেই প্রোগ্রামের আয়োজক ছিল শো টাইম মিউজিক। অনুষ্ঠানের নাম ছিল ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় রাত ৮টায় ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় শুরু হয় এই আয়োজন।
এই অনুষ্ঠানে ভক্তদের সুযোগ ছিল সরাসরি দুই অতিথিকে কাছ থেকে দেখার ও প্রশ্ন করার। তবে এর জন্য বেশ অর্থও খরচ করতে হয়েছে তাদেরকে। অনুষ্ঠানের প্রবেশমূল্য ছিল ২০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ হাজার টাকা।
তবে এরপরও সমর্থকরা গিয়েছেন, সেই অনুষ্ঠানে। এক পলক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন দেশের বিনোদন ও ক্রীড়া অঙ্গনের দুই তারকাকে। একইসাথে অনেকেই বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পেয়েছেন তাদের উদ্দেশ্যে। আর সেগুলোর উত্তরও দিয়েছেন শাকিব খান ও সাকিব আল হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা