স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে হারের তেতো স্বাদ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রোববার ২-০ গোলে হেরেছে এরিক টেন হাগের দল। রোববার প্রতিপক্ষের মাঠে দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে রেড ডেভিলরা। এই হারে লিগ শিরোপার পথ থেকে বেশ দূরে থেকে গেলো ম্যান ইউ।
সেন্ট জেমস পার্কে ম্যাচের শুরু থেকে ম্যানইউকে চাপে রেখেছিল নিউক্যাসল। প্রথমার্ধে ইউনাইটেডকে কোনো সুযোগই তৈরি করতে দেয়নি তারা। গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে টেন হাগের দল কৌশল বদলে আক্রমণ চালায়। সেখানেও সফল হতে পারে নি তারা। উল্টো গোল হজম করে দুইটি।
ম্যাচের ৬৫ মিনিটে গোল করেন নিউক্যাসলের মিডফিল্ডার জো উইলক। অ্যালান সা-মাক্সিমার পাস থেকে ম্যান ইউর জালে বল পাঠান তিনি। ৮৮ মিনিটে আরেকটি গোল হজম করে হয় অতিথিদের। এবার গোল করেন ইংলিশ স্ট্রাইকার ক্যালাম উইলসন। ফ্রি কিক থেকে হেডে ক্যালাম উইলসন ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। বাকি থাকা সময়ে কোনো দল গোল করতে না পারলে এই ২-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।
এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হটিকে লিগ টেবিলে তিনে উঠে এলো নিউক্যাসল। ২৭ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৫০। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে নিউক্যাসল। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল অনেকটা ধরাছোঁয়ার বাইরে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৬৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০