স্পোর্টস ডেস্কঃ বদলি নেমে জোড়া গোল, ১০ জনের লিভারপুলকে জেতালেন দারউইন নুনিয়েজ। দ্বিতীয়ার্ধে বদলি নেমে চিত্র পাল্টে দেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। তাঁর করা জোড়া গোলে নাটকীয় এক জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জিতেছে অলরেডরা।
ম্যাচ জয়ের পর ক্লপ জানিয়েছেন, কীভাবে তিনি উজ্জীবিত করেছেন প্রথমার্ধের বিরতিতে। ক্লপ বলেন, ‘বিরতিতে বলেছি, এই ম্যাচ হতে পারে আমাদের নাতি-নাতনিদের বলার মতো গল্প। ১০ দিন পর আমার নাতির সঙ্গে দেখা হবে, আমিও বলব। তখন দুটি বিষয় পরিষ্কার ছিল: আমাদের দ্বিতীয় গোল হজম করা যাবে না এবং ট্রেন্ট (আলেকজান্ডার-আর্নল্ড) আরেকটি হলুদ কার্ড পেতে পারবে না, আর তাহলে আমাদের একটি সুযোগ থাকবে। ছেলেরা সেটিই করে দেখিয়েছে।’
নিউক্যাসলের বিপক্ষে এ নিয়ে টানা ৫ জয় পেল ক্লপের দল। আজকের রোমাঞ্চকর জয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এল তালিকার শীর্ষ চারে। ৩ পয়েন্টেই আটকে থেকে নিউক্যাসল নেমে গেল ১৩ নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০