নিউক্যাসল-ম্যান ইউর ঘাড়ে নিশ্বাস ফেলছে লিভারপুল

0
47

স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে টানা সাত জয়ে পয়েন্ট টেবিলের সেরা পাঁচে জায়গা করে নিয়েছে লিভারপুল। গতরাতে অলরেডরা হারিয়েছে লেস্টার সিটিকে। নিজেদের মাঠে তিন গোলে হারা লেস্টার শঙ্কায় পড়েছে অবনমনের। এদিকে টানা জয়ে টেবিলের পাঁচে ওঠা অলরেডদের নিয়ে উচ্ছ্বসিত দলটির কোচ ইয়ের্গুন ক্লপ।

লেস্টারকে উড়িয়ে নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে লিভারপুল। তাদের সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্টে নামিয়ে এনেছে ক্লপের দল। নিউক্যাসল ও ম্যান ইউর পয়েন্ট এখন ৬৬। দুই দলই ৩৫টি করে ম্যাচ খেলেছে। এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের পয়েন্ট ৬৫। তাদের পরে থাকা ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়নের পয়েন্ট ৫৮।

ম্যাচ শেষে লিভারপুল কোচ জানান, চার ও তিন নম্বরে থাকা দু’দলের পয়েন্ট হারানো গেলে তা কাজে লাগাতে চায় তাঁর দল। ক্লপ বলেন, ‘আমার মনে হয় না শীর্ষ চারে থাকা হবে। বিশেষ করে নিউক্যাসল ও ম্যান ইউর খেলা যদি দেখেন, অনেক মানসম্পন্ন দল তারা। তবে তারা যদি পয়েন্ট হারায় এবং এরপরও আমরা তা কাজে লাগাতে না পারি, তাহলে তা হতাশার হবে। আমাদের তাই কাজ বাকি আছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here