স্পোর্টস ডেস্ক:: বাবর আজমের সেঞ্চুরির ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। উসামা মির, মোহাম্মদ ওয়াসিম ও হারিফ রউফদের বোলিং তোপে অল্পতেই গুটিয়ে গেছে টম লাথামের দল। ১০২ রানের জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশে আরো এক ধাপ এগুলো পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে লিড নিয়েছে স্বাগতিকরা।
আগে ব্যাট করা পাকিস্তান বাবর আজমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৩৩৪ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা নিউজিল্যান্ড পাকিস্তানের বোলারদের বোলিং তোপে পড়ে মাত্র ২৩২ রানে গুটিয়ে গেছে ৪৩.৪ ওভারে।
করাচিতে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা অবশ্য ভার হয়নি। দলীয় ৩৬ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। ১৪ রানে সাজঘরে ফিরেন ফখর জামান। আরেক ওপেনার শান মাসুদ দ্বিতীয় উইকেটে দলীয় ৮৬ রানে ফিরেন প্যাভেলিয়নে। ব্যাট হাতে করেন ৪৪ রান। তার বিদায়ে ভাঙে ৬০ রানের দ্বিতীয় উইকেট জুটি।
তৃতীয় উইকেটেও বড় জুটি গড়তে পারেনি পাকিস্তান। দলীয় ১২৮ রানে ব্যক্তিগত ২৪ রানে সাজঘরে ফিরেন রিজওয়ান। চতুর্থ উইকেটে বাবর আজম আজহা সালমানকে নিয়ে গড়েন শতরানের জুটি। ১১৭ রানের জুটি ভাঙে আজহা সালমানের বিদায়ে দলীয় ২৪৫ রানে। পাকিস্তান বড় সংগ্রহের পূঁজি পেয়ে তখনি। চার চার ও দুই ছক্কায় ৪৬ বলে ৫৮ রান করেন সারমান। অধিনায়ক বাবর আজমত এক প্রান্তে দুর্দান্ত ব্যাট করতে থাকেন। শেষ পর্যন্ত তিনি থামেন দলীয় ২৯৬ রানে। ইনিংসের ৪৮তম ওভারের শেষ বলে। তার আগে ১১৭ বলে ১০৭ রান করেন। সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন দশ চারে। ২৮ রান আসে ইফতিখারের ব্যাট থেকে। ৬ উইকেটে ৩৩৪ রানে থামে স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৩টি উইকেট লাভ করেন।
৩৩৫ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড পাকিস্তানের বোলারদের তোপে পড়ে জয় থেকে শতরান দূরে থাকতেই গুটিয়ে যায়। ব্যাট হাতে কিছুটা লড়াই করেন অধিনায়ক টম লাথাম। পাঁচ চারে ৭৬ বলে ৬০ রান আসে তার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান মার্ক চ্যাপম্যান।
সফরকারীদের প্রথম দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ডেরিল মিচেল চতুর্থ ওয়ানডেতে ৩৪ রান করেছেন ৪৮ বলে। ২৩ রান করেছেন টম বান্ডেল। ১৫ রান এসেছে ওপেনার উইল ইয়ংয়ের ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ। ৪৩.৪ ওভারে ২৩২ রানেই থামে নিউজিল্যান্ড।
পাকিস্তানের হয়ে উসামা মীর ৪টি, ওযাসিম ৩টি ও হারিস ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০