স্পোর্টস ডেস্কঃ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতাশাময় কাটছে অপেক্ষাকৃত বড় দলগুলোর। এবার সেই তালিকায় যুক্ত হলো নিউজিল্যান্ডের নাম। আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হয়ে গেল কিউইদের। পাপুয়া নিউ গিনিকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। আর এতে করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে গ্রুপ ‘সি’ থেকে সুপার এইট নিশ্চিত করেছে আফগানরা।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ইনিংসের এক বল বাকি থাকতে মাত্র ৯৫ রানেই গুঁটিয়ে যায় পাপুয়া নিউ গিনি। দলের পক্ষে ৩২ বলে ২ বাউন্ডারিতে সর্বোচ্চ ২৭ রান করেছেন কিপলিন ডরিগা। এর বাইরে মাত্র দুজন ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পারেন কেবল। অতিরিক্ত খাতা থেকেই আসে ২৫ রান। দলটির চার জন ব্যাটার রান আউটের শিকার হন।
আফগানিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নেন ফজলহক ফারুকী। ২.৫ ওভারে ৪ রানে ২ উইকেট নেন নাভীন উল হক। নূর আহমেদ ১টি লাভ করেন।
৯৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ৩৬ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন গুলবাদিন নাইব। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ১৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নবি।
পাপুয়া নিউ গিনির হয়ে আলেই, সেমো ও ভানুয়া ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post