আলো ছড়িয়েই যাচ্ছে ব্রড-অ্যান্ডারসন জুটি

0
42

স্পোর্টস ডেস্কঃ মাউন্ট মঙ্গান্যুইতে মাত্র চার দিনেই নিউজিল্যান্ডকে ধরাশায়ী করলো ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে ২৬৭ রানের বিশাল জয় পেয়েছে ইংলিশরা। ১৫ বছর পর নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারালো ইংল্যান্ড। সফরকারীদের সামনে দ্বিতীয় ইনিংসে পাত্তায়ই পায়নি কিউইরা।

দুই কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের পেস তোপে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। বয়স বাড়লেও, এখনও আলো ছড়িয়েই যাচ্ছেন এই দুই তারকার পেসার। দলের জয়ে রাখছেন অনবদ্য ভূমিকা। তবে ব্যাট হাতে পারফর্ম করে ম্যাচ সেরা হ্যারি ব্রুক।

ইংল্যান্ডের দেওয়া ৩৯৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে আগের দিনই ৫ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। দলের অর্ধেক হার নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। ম্যাচের চতুর্থ দিন এসে সকালে এসে সেটার পূর্ণতা পেল। মধ্যাহ্ন বিরতির আগেই ৪৫.৩ ওভারে মাত্র ১২৬ রানেই গুঁটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান আসে ড্যারিল মিচেলের পক্ষ থেকে। ১০১ বল খেলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস। মাইকেল ব্রেসওয়েল ৪২ বল খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন। এই দুজনের বাইরে কেবল মাত্র ওপেনার টম লাথাম ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পারেন।

ইংল্যান্ডের হয়ে ৪টি করে উইকেট শিকার করেন দুই বিখ্যাত পেসার অ্যান্ডারসন ও ব্রড।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড দল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন হ্যারি ব্রুক। বেন ডাকেট দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে নেইল ওয়াগনার শিকার করেন ৪ উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩০৬ রানে অলআউট হয়ে পড়ে নিউজিল্যান্ড। টম ব্লান্ডেল ১৮১ বলে ১৯ বাউন্ডারি ও ১ ছক্কার মারে সর্বোচ্চ ১৩৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে ডেভন কনওয়ের ব্যাট থেকে। ইংলিশদের হয়ে অলি রবিনসন ৪টি ও জেমস অ্যান্ডারসন ৩টি উইকেট শিকার করেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শেষ পর্যন্ত স্কোর গড়ে ৩৭৪। নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিয়েই অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক জো রুট। হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৫৪ রান। আর ৫১ রান করেন বেন ফোক্স। নিউজিল্যান্ডের হয়ে ব্লেয়ার টিকনার ও মাইকেল ব্রেসওয়েল ৩টি করে উইকেট শিকার করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here