স্পোর্টস ডেস্কঃ ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই সিরিজে নেতৃত্ব সামলাবেন মিচেল স্যান্টনার। স্কোয়াডে দুই নতুন মুখের আগমন। চমক হিসেবে প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে ডাক পেলেন বেন লিস্টার ও অলরাউন্ডার হেনরি শিপলি।
২৭ বছর বয়সী পেসার লিস্টার গতবছর নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে ভারত সফর করে গেছেন। গত মৌসুমে অকল্যান্ড ক্রিকেট সংস্থার বর্ষসেরা বোলারের পুরস্কার জেতেন। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতির কারণে কেন উইলিয়ামসন এবং টিম সাউদি ভারত সফরে যাবেন না। এই দুইয়ের বদলি হিসেবে ভারত সফরের খেলবেন মার্ক চ্যাপম্যান ও জ্যাকব ডুফি।
২৭ জানুয়ারি রাঁচিতে খেলা হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২৯ জানুয়ারি লখনউয়ে খেলা হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১ ফেব্রুয়ারি আমদাবাদে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টি-টোয়েন্টি।
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডিন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডুফি, লুকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপ্পন, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post