স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে তিন জাতির সিরিজ খেলতে ঢাকা ছেড়ে বাংলাদেশ দল। কিউ সফর শেষ করে টাইগাররা সোজা চলে যাবে বিশ্বকাপে। নিউজিল্যান্ড থেকেই সাকিব আল হাসানরা উঠবেন অস্ট্রেলিয়ার বিমানে। শুক্রবার মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন ক্রিকেটাররা।
সাকিব আল হাসান দেশের বাইরে থাকায় বিশ্বকাপ দলের অফিসিয়াল ফটোসেশনও হয়নি। এর আগেও একবার তিনি দলীয় ফটোসেশনে অংশ নেননি। তখন এনিয়ে অনেক সমালোচনা হয়েছিলো। সেবার তিনি অবশ্য দেশে ছিলেন। এবার টি-২০ বিশ্বকাপের আগে তিনি বিসিবি থেকে ছুটি নিয়ে সিপিএল খেলতে চান।
টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ থেকে সোজা নিউজিল্যান্ডে দলের সাথে যোগ দেবেন। সাকিব ছাড়া দেশে থাকা বিশ্বকাপ ও তিন জাতি সিরিজর স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই আজ যাচ্ছেন।
৭ অক্টোর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৪ অক্টোর অনুষ্টিত হবে ফাইনাল। তিন দলই একে অপরের বিপক্ষে দু’বার করে খেলার সুযোগ পাবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
নিউজিল্যান্ড সফর দিয়েই টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু হলে। ত্রিদেশীয় সিরিজ শেষ হলেই বাংলাদেশ দল চল যাবে অস্ট্রেলিয়া। ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ দল মাঠে নামবে ২৪ অক্টোবর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০