স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে শুক্রবার মাঠে নেমেছে নিউজিল্যান্ড। এই ম্যাচ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে স্বাগতিকেরা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, ‘কোভিড পজিটিভ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন ডেভন কনওয়ে। গতকাল পজিটিভ হওয়ার পর ক্রাইস্টচার্চে টিম হোটেলে আইসোলেশনে আছেন কনওয়ে। ক্যান্টারবেরি কিংসের ব্যাটসম্যান শাদ বোয়েজ আজ স্কোয়াডে যোগ দেবেন।’
এর আগে গত ১২ জানুয়ারি করোনা পজিটিভ হন নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল স্যান্টনার। সে জন্য প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলেছেন এই স্পিন অলরাউন্ডার। ৫ ম্যাচের এই সিরিজ ৩-০ ব্যবধানে আগেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচে আজ আগে ব্যাট করছে পাকিস্তান।
চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড একাদশঃ ফিন অ্যালেন, টিম সেফার্ট (উইকেটকিপার), উইল ইয়াং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, টিম সাউদি ও লকি ফার্গুসন।
চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তান একাদশঃ সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম, ফখর জামান, সাহেবজাদা ফারহান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ ও জামান খান।
Discussion about this post