স্পোর্টস ডেস্কঃ ২০২৩ সালটা দুর্দান্ত কেটেছে রাচিন রবীন্দ্রর। বছরজুড়ে দারুণ পারফরম্যান্সে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের উদীয়মান বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন। এবার নিউজিল্যান্ড ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটারের পুরষ্কার জিতলেন তিনি।
মাত্র ২৪ বছর বয়সে এই স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জিতে গড়েছেন নতুন ইতিহাসও। নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সের ক্রিকেটার হিসেবে এই পুরষ্কার জিতেছেন রাচিন। তার থেকে কম বয়সে কেউ আর এই পুরষ্কার জেতেনি।
পুরুষদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ড্যারিল মিচেল। বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিচেল স্যান্টনার। আর বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন।
এদিকে নারীদের ক্রিকেটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন অ্যামেলিয়া কের। টানা দ্বিতীয় বারের মতো ‘ডেবি হকলি মেডেল’ জিতেছেন এই অলরাউন্ডার। একইসাথে বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার ও বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন ২৩ বছর বয়সী কের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post