নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। নিয়মিত তারকাদের বিশ্রামে রেখে খেলতে নামা এই সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। টস জিতে তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং নেওয়ার বিষয়ে লিটন বলেন, ‘গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। উইকেটে আশা করি বোলাররা সুবিধা পাবে। পেসার ও স্পিনার মিলিয়ে আমাদের দারুণ সমন্বয় আছে বোলিং বিভাগে। বাকিটা দেখি কী হয়।’
এর আগে বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেছিলেন, ‘দলে তাদের (তামিম-রিয়াদ) মতো দু’জন সিনিয়র থাকা মানে এটা সব দিক দিয়ে সহায়তা করবে। তারা বেশ কিছুদিন পরে দলে ফিরেছেন। আমি তাদের ওপর কোন চাপ দিতে চাই না। তাদের খেলাটা উপভোগ করতে দিন।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ তামিম-রিয়াদ ছাড়াও সুযোগ পেয়েছেন সৌম্য। বাঁহাতি এই ব্যাটার মিডল অর্ডারে খেলবেন। দলের প্রয়োজনে পেস বোলিংও করতে পারেন। এছাড়া একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহানও। অভিজ্ঞ মুশফিকুর রহিম বিশ্রামে থাকায় উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলছেন তিনি।
বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ- ফিন অ্যালেন, উইল ইয়াং, হেনরি নিকোলস, চ্যাড বোয়েস, টম ব্লুন্ডেল (উইকেটকিপার) রাচিন রবীন্দ্র, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ইশ সোধি, কাইল জেমিসন ও কোল ম্যাককনচি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post