নিউজিল্যান্ডের বিপক্ষে আগে বোলিংয়ে ভারত

0
17

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের ২১তম ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ধর্মশালায় এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য রোহিত শর্মাদের। অন্যদিকে নিজেদের অবস্থান ধরে রাখতে জয় পেতে মুখিয়ে রয়েছে কিউইরা। রোববারের ম্যাচে টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় বিশ্বকাপ একাদশে প্রথমবার জায়গা পেলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। অন্যদিকে উড়তে থাকা কিউইদের একাদশ অপরিবর্তিত।

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল ভারত এবং নিউজিল্যান্ড। দু’দলই চারটি করে ম্যাচ জয়লাভ করেছে। সমান ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দু’দল। রান রেটের ব্যবধানে নিউজিল্যান্ড শীর্ষে, ভারত দ্বিতীয় স্থানে। তবে আজ একটি দল নিরঙ্কুশভাবে শীর্ষে উঠে যাবে, অন্য দলটিকে পিছিয়ে যেতে হবে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইল ইয়ং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here