স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বোলিং কোচ নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রে অ্যাডামস।
নিউজিল্যান্ডের সাবেক পেস বোলিং অলরাউন্ডার কাজ করবেন প্রধান কোচ গ্যারি স্টেডের অধীনে। তিনি মূলত অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করবেন। বুধবার থেকেই অকল্যান্ডে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
মূলত তিনি যোগ দিয়েছেন পেস বোলিং কোচ শেন জার্গেনসেনের জায়গায়। জার্গেনসেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন। কোচ হিসেবে ৪৮ বছর বয়সী অ্যাডামস অভিজ্ঞ। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট, বিগ ব্যাশ, নিউজিল্যান্ড জাতীয় নারী দলের কোচ হিসেবে কাজ করেছেন। ব্যক্তিগতভাবে মিচেল স্টার্ক, লকি ফার্গুসনদের সাথেও কাজ করেছেন।
আগামী ১২ জানুয়ারি অকল্যান্ডে শুরু হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৪ ও ১৭ জানুয়ারি। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে হ্যামিল্টন ও ডানেডিনে। ক্রাইস্টচার্চে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১৯ ও ২১ জানুয়ারি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post