নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়ার উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ দল। জাতীয় দলের অন্যতম সেরা সাফল্য ধরা হচ্ছে এটিকে। ইতিহাস গড়া জয় ছুঁয়ে গেছে সবাইকে। বছরের শুরুতে জাতীয় ক্রিকেট দলের এমন পারফর্মেন্সকে পুরষ্কৃত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি থেকে এই জয় উপলক্ষ্যে বোনাস দেবার কথা জানানো হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেছেন পুরো দল ও ম্যানেজম্যান্টের সাথে। উইনিং বোনাস হিসেবে একটি থাকবেই। সঙ্গে এডিশনাল বোনাসের পরিকল্পনাও আছে।
এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট (বোর্ড) সাহেব, উনি খেলোয়াড়, ম্যানেজম্যান্টের সাথে কথা বলেছেন। সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই। উইনিং বোনাস সবসময় পাবে। টেস্ট সিরিজ পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এডিশনাল বোনাস প্রসঙ্গে জালাল ইউনুসের ভাষ্য, ‘এটা স্বাভাবিক ব্যাপার। টেস্ট খেললে তো বোনাস থাকেই। আর এডিশনাল বোনাস থাকবে কিনা, সেটা সিরিজ শেষে আলাপ করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা