নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টের প্রথমদিনের পুরোটা খেলতে পারল না বাংলাদেশ। দিনের তৃতীয় সেশনে অলআউট হওয়ার আগে ১৭২ রান করতে পেরেছে স্বাগতিকরা। মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
দিনের শুরুতে অহেতুক শটে উইকেট বিলিয়ে দেন ওপেনার জাকির হাসান। মিচেল স্যান্টনারের গতি কমিয়ে কিছুটা টেনে করা ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন তিনি। বল তার ব্যাটের ওপরের কানায় লেগে উঠে যায় আকাশে। মিড অনে সহজ ক্যাচ নেন কেন উইলিয়ামসন। ২৪ বলে ৮ রান করে ফিরেন বাঁহাতি এই ব্যাটার।
মাহমুদুল হাসান জয়কে ফেরান অ্যাজাজ পাটেল। পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। কিউই স্পিনার অ্যাজাজের স্টাম্পের ওপর ডেলিভারি অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন জয়। কিন্তু পরাস্ত হন তিনি। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল যায় শর্ট লেগে, সেখানে কোনো ভুল করেননি টম ল্যাথাম। ২ চারে ৪০ বলে ১৪ রান করেছেন জয়।
পানি বিরতির পরই ড্রেসিং রুমের পথ ধরেন মুমিনুল হক। পঞ্চাশের আগে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। পাটেলের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে কাট করার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু নিখুঁত টার্নে ভেতরে ঢুকে যাওয়া বলে কাট করার মতো জায়গা পাননি তিনি। ব্যাটের নিচের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। ৫ রান করেন মুমিনুল।
এরপর দলের বিপদ আরও বাড়িয়ে ফিরেন অধিনায়ক শান্ত। স্যান্টনারের বলে রিভার্স সুইপ খেলার চেষ্টায় এলবিডব্লিউ হন তিনি। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারিতে রিভার্স সুইপ করলেও ব্যাটে লাগাতে পারেননি শান্ত। প্যাডে লাগতেই জোরাল আবেদন নিউজিল্যান্ডের ফিল্ডারদের। তাতে সাড়া দেননি আম্পায়ার। ৯ রান করে ফিরেছেন শান্ত।
দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে ৫০ রানের জুটি এনে দেন মুশফিকুর রহিম-শাহাদাত হোসেন দিপু জুটি। কিন্তু ব্যক্তিগত ৩৫ রানে কাইল জেমিসনের বল ডিফেন্ড করার পর হাত দিয়ে ধরতে গিয়ে অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড হয়ে আউট হন মুশফিক। ৮৩ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ক্রিকেটার। দলীয় ১০৪ রানে মুশফিকের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন দিপু। তবে মন্থর ব্যাটিং চালিয়ে গেলেও গ্লেন ফিলিপ্সের ঘুর্নিতে সাজঘরে ফেরেন তিনি।
১০২ বলে ৩১ রান করে ফেরেন তরুণ ব্যাটার দিপু। নুরুল হাসান সিলেট টেস্টের মতো আজও উইকেট বিলিয়ে দেন। তাঁকে বিদায় করেন ফিলিপ্স। এরপর উইকেটে লড়াই চালিয়ে যাওয়া মেহেদি হাসান মিরাজকেও দলীয় ১৫০’র আগে ফিরিয়ে দেন স্যান্টনার। ২০ রানে বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।
চা বিরতি থেকে ফিরে খুব বেশিক্ষণ টেকেনি টাইগারদের ইনিংস। শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়ে ১৭২ রানে। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস। অ্যাজাজ পাটেল নেন ২ উইকেট। টিম সাউদি নেন ১ উইকেট। দিনের শেষ সেশনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post