স্পোর্টস ডেস্ক: আগামি মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে কঠীন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশ দলকে। এমনটাই মনে করেন কিউই অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট।
সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলবে দু’দল।
বর্তমানে বাংলাদেশ দল খুব ভালো ছন্দে আছে। তবে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ছন্দপতন হতে পারে দাবি করেছেন সাবেক এই কিউই অলরাউন্ডার।
কিউই অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট বলেন, নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের কন্ডিশন থেকে সম্পূর্ণ আলাদা। পাশাপাশি নিউজিল্যান্ড দলে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির মতো পেসার আছে। তিনি বলেন,’ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি কিউই দলের সেরা পেসার। তাদের কথা মাথায় রেখেই সবুজ উইকেট করবে নিউজিল্যান্ড। যেখানে সুইং এবং বাউন্সের মোকাবেলা করতে হবে টাইগারদের।’
এছাড়াও নিউজিল্যান্ডের মাটিতে স্পিনাররা খুব কম সুবিধা পাবে বলেও ইঙ্গিত দেন এলিয়ট। তিনি বলেন,’উইকেট সবুজ হলে স্পিনাররা খুব বেশী সুবিধা পাবেনা। সেক্ষেত্রে সাকিব মিরাজদের উইকেট পেতে কষ্ট হবে।’
তবে বাংলাদেশ দলে অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেন তাই তামিম-সাকিবদের হালকাভাবে নিবেনা কিউইরা। তিনি বলেন,’ কন্ডিশন আলাদা হলেও বাংলাদেশ দলে অনেক ক্রিকেটার আছে যারা সারা বিশ্বে খেলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০