স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে কেন্দ্রীয় চুক্তিতে না থাকা সত্ত্বেও দুই ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
গত এপ্রিলে আইপিএল খেলার সময়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন গুজরাট টাইটান্সে খেলা উইলিয়ামসন। এরপরে ক্রিকেট মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি তিনি। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়েই বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিউইরা।
পেস আক্রমণের মূল ভরসা থাকবেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট আর লকি ফার্গুসেন। আছেন ম্যাট হেনরি। এছাড়া মিডিয়াম পেস করতে পারেন ড্যারেল মিচেল এবং নিশামও। স্পিন আক্রমণও তাদের শক্তিশালী। লেগ স্পিনার ইশ সোধির সঙ্গে অভিজ্ঞ মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রের মতো দুজন বাঁহাতি স্পিনার আছেন। এছাড়া ফিলিপস করতে পারেন অফ স্পিন বোলিং। ব্যাটিংয়ে উইলিয়ামসনের সঙ্গে ল্যাথাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যানরা দলের বড় ভরসা।
দল ঘোষণার বিবৃতিতে নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টেড বলেন, ‘যেকোনো টুর্নামেন্টই আমাদের কাছে সমান গুরুত্বের। বিশেষ করে তা যদি বিশ্বকাপ হয়, তাহলে এর চেয়ে স্পেশাল আর কিছু হতে পারে না। যে ১৫ জন বিশ্বকাপে সুযোগ পেয়েছে, তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাতে চাই। সেই সঙ্গে আমি বলব, তোমাদের কাছে এটা বেশ সম্মানের। কারণ তোমরা দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছ।’
বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের দল-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম (উইকেটকিপার) ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০