স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দল সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে। রোববার ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের মাটি। কম্পনের তীব্রতা ছিল ৭.৪।
ভূমি কম্পের সময় নেলসনের একটি হোটেলে ছিল পাকিস্তান ক্রিকেট দল। ভূমিকম্পের সময় আতঙ্কিত পাকিস্তানের ক্রিকেটাররা নেমে এসে ছিলেন হোটেলের বাইরে। বর্তমানে তারা নিরাপদেই আছেন।
এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিম বারি বলেন, ‘আমরা হোটেলেই ছিলাম। সব কিছু কাঁপছিল। আমাদের তখনই হোটেলের বাইরে নিয়ে আসা হয়। হোটেলের স্টাফরা আমাদের সারাক্ষণ খেয়াল রাখে। সঙ্গে সঙ্গেই আমরা সাত তলা থেকে বেরিয়ে আসি। আমাদের সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে যতক্ষণ সুনামির সম্ভবনা রয়েছে।’
যখন ভূমিকম্প হয় তখন সকলেই তাদের ঘরে ছিল। এ সময় ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে ব্যস্ত ছিল সকলেই।
এদিকে পাকিস্তান নারী ক্রিকেট দলও এই মুহূর্তে ক্রাইসচার্চে রয়েছে। সোমবারই একই শহরে পৌঁছাবে পুরুষ দল। ক্রাইসচার্চেই সব থেকে বেসি তীব্রতা ছিল কম্পনের। বারি আরও বলেন, ‘সারাদিন বৃষ্টি হচ্ছে এখানে। আশা করছি ক্রাইসচার্চে ভাল আবহাওয়া পাব।’
১৭ নভেম্বর হেগলি ওভারে দু’দলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। আর ২৫ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে হ্যামিল্টনের সেডন পার্কে। আর ক্রাইসচার্চের প্রথম ম্যাচটি ঠিক সময়ই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০