নিজস্ব প্রতিবেদকঃ ডিসেম্বরের মাঝামাঝি হতে যাওয়া নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার বিশ্বকাপে নিজেদের খেলা সবশেষ ম্যাচে চোট পেয়েছিলেন কাঁধে। যার কারণেই শঙ্কা জেগেছে তাঁকে নিয়ে।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে রান নেওয়ার সময় ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছিলেন। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে সর্বোচ্চ ৩২৮ রান মাহমুদউল্লাহর। নজরকাড়া গড় ৫৪.৬৬, স্ট্রাইক রেট ৯১.৬২।
আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ওই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে টাইগারদের। টেস্ট ফরম্যাট থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাট থেকে এখনও নেননি মাহমুদউল্লাহ। তবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর আউটটি যেন কাল হয়ে দাঁড়াল।
১৭ ডিসেম্বর ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। এরপর ৩১ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শেষ করবে বাংলাদেশ। এজন্য আগামী ১১ অথবা ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মাঙ্গানুইতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।