নিজস্ব প্রতিবেদকঃ টেস্ট সিরিজ শেষেই ফিরতি সিরিজের জন্য নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার দিবাগত রাতেই তাসমান সাগরপাড়ের দেশটির উদ্দেশে বিমানে উড়ছে দলের একাংশ। জানা গেছে, রাত ১১টা ৫৫ মিনিটে দলের একাংশ দেশ ত্যাগ করবে। আর দলের বাকিরা আগামী ১১ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছাবেন।
আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ দলের সিরিজ। সিরিজে রাখা হয়েছে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। এদিকে ঢাকায় শেষ হওয়া টেস্ট সিরিজে না থাকা আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেনদের আজ রাতে যাওয়ার কথা রয়েছে প্রথম বহরের সাথে। টেস্ট খেলেছেন এমন ক্রিকেটাররা দ্বিতীয় বহরে দেশ ছাড়বে।
নিউজিল্যান্ডের মাটিতে পা রেখে দুদিন অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে। এই সিরিজ শেষে দেশে ফিরে আসবেন টি-টোয়েন্টিতে না থাকা মুশফিকুর রহিম।
এরপর অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০ ওভারের ম্যাচগুলো হবে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। সিরিজ শেষ করে দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। যদিও জাতীয় নির্বাচন থাকায় এখনও চূড়ান্ত হয় নি বিপিএলের সূচির। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহেই মাঠে গড়ানোর কথা বিপিএল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post