স্পোর্টস ডেস্ক:: ঐতিহাসিক টেস্ট ম্যাচটি খেলতে মুখিয়ে ছিলো আফগানিস্তান। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দলটির ক্রিকেটাররা। কিন্তুু দুভার্গ্য তাদের পিঁছু ছাড়ছে না।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আফগানিস্তানকে হোম ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য নয়ডা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম দিয়েছে। যদিও আফগানিস্তান লক্ষ্ণৌ ও দেরাদুনকে ভেন্যু হিসেবে চেয়েছিলো। তবে স্থানীয় ক্রিকেট ম্যাচ চলছে এমন অজুহাতে ভারত ওই দু’টির ভেন্যুর একটিকেও দেয়নি।
নয়ডা স্টেডিয়ামের অবস্থা এতোটাই খারাপ ম্যাচ আয়োজন করা যাচ্ছে না। আজ দ্বিতীয় দিনের দুপুর পর্যন্ত আফগানিস্তানের খেলোয়াড়রা মাঠে আসেননি। আসেননি নিউ জিল্যান্ডের খেলোয়াড়রাও। প্রথম দিনও ভেসে যায় বৃষ্টিতে। মাঠ মোটামুটি শুকালেও কাভার পয়েন্ট ও মিড উইকেট অঞ্চলে পানি জমে ছিল। আজ গ্রাউন্ড স্টাফরা অনুশীলন পিচ থেকে মাটি ও ঘাস এনে মিড উইকেট অঞ্চলের পানি জমা স্থানটি খুঁড়ে ঠিক করার চেষ্টা করেন। যদিও সেটা মনোপুত হয়নি আম্পায়ারদের।
ইলেকট্রিক ফ্যানের বাতাস দিয়ে মাঠ শুকানোর চেষ্টা করতেও দেখা যাচ্ছে। তাবুও মাদুর বসিয়ে তৈরি করা হয়েছে প্রেসবক্স। ভারতীয় বোর্ড অসন্তুুষ্ট হতে পারে এমন ভয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মুখ খুলছেন না। তবে ভারতীয় মিডিয়া এই মাঠের অব্যবস্থাপনা, অনুপযুক্ততা নিয়ে কথা বলছে। টাইম অফ ইন্ডিয়া মাঠটিকে ব্যবহার অনুপযোগী হিসেবেই দেখছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০