স্পোর্টস ডেস্কঃ এই এপ্রিলেই পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড দল। সেখানে পাঁচটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর এই সফরের জন্য নিউজিল্যান্ড দল নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের সাকলাইন মুশতাককে।
পাকিস্তান জাতীয় দলের কোচ ছিলেন মুশতাক। সাবেক এই তারকা ক্রিকেটার দীর্ঘদিন ধরে দলে থাকায়, সবকিছুই জানা আছে। এছাড়া নিজ দেশের মাঠ হওয়ায়, এই সম্পর্কেও ভালো ধারণা আছে। সবকিছুকে মিলিয়ে পাকিস্তানকে ঘায়েল করতে তাদেরই একজনকে দলে নিয়েছে কিউইরা।
সহকারী কোচ পদমর্যাদা দেওয়ার পাশাপাশি, নিউজিল্যান্ডের স্পিন বিভাগও সামলাবেন সাকলাইন মুশতাক। তবে শুধুমাত্র এই পাকিস্তান সফরের জন্যই মুশতাকের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। নিউজিল্যান্ড দলে যোগ দেওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন মুশতাক।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এক গণমাধ্যমকে মুশতাক বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাব আমি গ্রহণ করেছি। শুধুমাত্র পাকিস্তান সফরের সময় ওদের সাথে কাজ করবো।’
আগামী ১৪ এপ্রিল লাহোরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ। এর আগেই কিউই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ৪৬ বছর বয়সী মুশতাকের। সিরিজের বাকি চার টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৭, ২০ ও ২৪ এপ্রিল। এরপর ২৬ এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি চার ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ এপ্রিল, ৩, ৫ ও ৭ মে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা