স্পোর্টস ডেস্কঃ আগামী জানুয়ারিতে পাকিস্তান গেলেও ভারত সফরে যাচ্ছেন না নিউজিল্যান্ডের ওয়ানডে অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া পেসার টিম সাউদিও শুধুমাত্র পাকিস্তান সফরে খেলবেন। করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে কিউইদের সিরিজ শুরু ১০ জানুয়ারি। একই ভেন্যুতে হবে সিরিজের তিন ওয়ানডে। যার বাকি দুটি মাঠে গড়াবে ১২ ও ১৪ জানুয়ারি।
পাকিস্তান সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড যাবে ভারতে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে উইলিয়ামসন-সাউদিকে ছাড়াই খেলবে কিউইরা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য দেশে ফিরে যাবেন এ দুজন। এদিকে আসন্ন এশিয়া সফরে ইশ সোধি ও হেনরি নিকোলসকদ ওয়ানডে দলে ফেরানো হয়েছে।
কেন উইলিয়ামসনদের পাকিস্তান সফর শেষ হবে ১৪ জানুয়ারি। চার দিন পর শুরু হবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ভারত সফরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে তারা। এই সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে পরে।
পাকিস্তান ও ভারত সফরে নিউ জিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
কেন উইলিয়ামসন (পাকিস্তান সফরে অধিনায়ক), টম ল্যাথাম (ভারত সফরে অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান (শুধু ভারত সফরে), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি (শুধু ভারত সফরে), লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিল্ন, ড্যারেল মিচেল, হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি ও টিম সাউদি (শুধু পাকিস্তান সফরে)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০