স্পোর্টস ডেস্কঃ একের পর এক নিউজিল্যান্ডের ক্রিকেটার চোটে পড়ছেন। সবশেষ গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন দলটির দুই ক্রিকেটার ম্যাট হেনরি ও জিমি নিশাম। এই ম্যাচটি চোটের কারণে খেলতে পারেন নি পেসার লকি ফার্গুসন। আগে থেকেই নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
আগামী শনিবার বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে কিউইরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দলটিতে আপাতত ১০ জন ক্রিকেটার আছেন ফিট। অর্থাৎ চোট পাওয়া কেউ যদি শনিবারের আগে না ফেরেন তাহলে একাদশ সাজাতেই হিমশিম খেতে হবে তাসমান সাগরপাড়ের দেশটিকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল বোলিংয়ের সময় হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়েন হেনরি। নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বল করে মাঠ ছেড়ে যান এই পেসার। এরপর নিউজিল্যান্ডের বোলিংয়ের সময় আর মাঠে ফেরেননি তিনি। আর কব্জিতে চোট পান নিশাম। যদিও পরে ব্যাটিং করেছেন। তবে অনেক নিচের দিকে নামেন তিনি।
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, আজ স্ক্যান করানোর কথা হেনরির। তাঁকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শনিবার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেবেন আরেক পেসার কাইল জেমিসন। এদিকে নিশামের কব্জিতে চিড় ধরা পরে নি। তবে সতর্ক থাকতে বলা হয়েছে।
নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘অল্প সময়ের ব্যবধানে আমাদের পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। আমরা ম্যাটের চোটের কথা ভেবেছি। নিশ্চয়ই বুঝতে পারছেন, একজন বোলারকে নিয়ে আমরা বাড়তি ঝুঁকি নেব না। ম্যাট বিশ্বমানের একজন ওয়ানডে বোলার। আমরা আশাবাদী তাঁর রিপোর্ট ভালো আসবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post