স্পোর্টস ডেস্কঃ আজ থেকে শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার দ্বীপাক্ষিক সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েলিংটনে মাঠে নামার কথা ছিল দুই দলের। তবে সেটি আর হয়নি শেষ পর্যন্ত।
বেরসিক বৃষ্টিতে ভেসে গেছে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এমন পরিস্থিতি ছিল যে, ম্যাচের টস পর্যন্ত হয়নি। না খেলেই দুই দলকে ছাড়তে হয়েছে মাঠ। ম্যাচ অফিসিয়ালরা চেষ্টা চালালেও, সফল হননি শেষ পর্যন্ত। নির্ধারিত সময়ের পর তাই পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ।
যার ফলে আপাতত সিরিজে কারোরই এগিয়ে যাওয়া হচ্ছে না। এই সিরিজে ভারত দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। আর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষণ। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় আছেন বিশ্রামে।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা