স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে রশিদ খানকে পাবে না আফগানিস্তান। লাল বলের ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা এই লেগ স্পিনারকে। কিউইদের বিপক্ষে টেস্টের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
গত ১২ অগাস্ট হ্যামস্ট্রিং চোটে দা হান্ড্রেড থেকে ছিটকে যান রশিদ। পরে অবশ্য আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলেন তিনি। তবে টেস্ট খেলার জন্য তাকে এখনও পুরোপুরি ফিট মনে করছে না এসিবি। ভারতের গ্রেটার নয়ডায় আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে আফগানিস্তান-নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট।
আফগানিস্তানের প্রাথমিক দল- হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), শহীদুল্লাহ কামাল, গুলবাদিন নাইব, আফসার জাজাই (উইকেটরক্ষক), আজমতুল্লাহ ওমরজাই, জিয়াউর রহমান আকবর, শামসুর রহমান, কাইস আহমেদ, জহির খান, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক, নাভিদ জাদরান, খলিল আহমেদ ও ইয়ামা আরব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০