নিজস্ব প্রতিবেদকঃ সদ্যই কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সন্তান ও স্ত্রীর পাশে থাকতেই আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন এই ওপেনার। তার আবেদন মঞ্জুর করে এক মাসের জন্য ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপ থেকে ফিরেই এক মাসের জন্য ছুটির আবেদন জমা দেন লিটন। কারণ হিসেবে জানান স্ত্রী ও নবজাতক সন্তানকে পরিপূর্ণভাবে এক মাস সময় দিতে চান তিনি। বিসিবি থেকে একটি টেস্ট খেলার অনুরোধ করলেও লিটনের ছুটির প্রতি আগ্রহ দেখে তাকে অনুমতি দেওয়া হয়েছে। বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস আজ গণমাধ্যমের সাথে আলাপকালে জানান, ‘ও এক মাসের ছুটি চেয়েছে, দুইটা টেস্ট খেলবে না। সে চাইছে পরিবারকে সময় দিতে। সে বলেছে এই একটা মাস চায় এক্সক্লুসিভলি পরিবারকে সময় দিতে। আমরা বলেছি ঠিকাছে। আমরা যদি বলি, “তোমার খেলতে হবে”।’
জালাল আরও বলেন, ‘কোন খেলোয়াড়কে তো জোর করে খেলানো যাবে না। আমরা বলেছিলাম তুমি প্রথম টেস্টটা খেলো না, দ্বিতীয় টেস্টটা খেলো। সে বলেছে নতুন সন্তান ও স্ত্রীর পাশে থাকতে চায়। যখন বারেবারে বলছিল তখন বলেছি ঠিকাছে। আজই সিদ্ধান্ত নিয়েছি তার ছুটির আবেদন আমরা গ্রহণ করব। কোন খেলোয়াড় যদি নিজ থেকে বলে খেলতে চাই না। তাকে আপনি কিন্তু জাতীয় দলে খেলাতে পারবেন না। জাতীয় দলে খেলতে হলে কিন্তু পেশাদারিত্বটা তার হৃদয় থেকে আসতে হবে। যদি কেউ বলে যে খেলব না, তাকে আপনি জোর করে খেলাতে পারব না।’
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়াং, নিল ওয়েগনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০