স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৬ উইকেটের বড় ব্যবধানে। টাইগ্রেসদের জয়ে দুর্দান্ত ব্যাট করেছেন অধিনায়ক নিগার সুলতানা। ৭৫ রানের ইনিংস খেলেছেন তিনি।
ঘরের মাঠে আগে ব্যাট করে ১৪৫ রান করে শ্রীলঙ্কা। রান তাড়ায় ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। নিগার ৫১ বলের ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ২ ছয়ে। এছাড়া মিডল অর্ডার ব্যাটার রিতু মনিও খেলেছেন দারুণ। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ২৩ বলে ৪ চারে ৩৩ রান করেন তিনি।
টি-টোয়েন্টিতে দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে ৩ রানে জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আজ ১৪৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয় নি সফরকারীদের। সিংহলজ স্পোর্টস ক্লাব মাঠে দলীয় ২৩ রানে ২ উইকেট হারায় তারা। অভিষিক্ত রাবেয়া হায়দার ১৬ বল খেলে করেন মাত্র ৯ রান।
আরেক ওপেনার শামিমা সুলতানা ৫ রানের বেশি করতে পারেন নি। তিন নম্বরে নামা সোবহানা মোস্তারি করেন ২৪ বলে ১৭ রান। চাপে পড়া বাংলাদেশকে জয়ের পথে রাখেন অধিনায়ক নিগার। আর শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই ব্যাটার। তাঁকে দারুণ সঙ্গ দেন রিতু।
নিগার-রিতুর ৭১ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। জয় থেকে ১ রান দূরে থাকতে রান আউট হয়ে যান রিতু। চামিরা আত্তাপাতুর করা ১৯তম ওভারে ১৭ রান নেন নিগার-রিতু। প্রথম দুই বলে সিঙ্গেল দেন দুই ব্যাটার। তৃতীয় বলে চার হাঁকান রিতু। তারপরের বলে আবারও সিঙ্গেল নিয়ে নিগারকে স্ট্রাইক দেন। শেষ দুই বলে ছক্কা ও চার হাঁকান টাইগ্রেস নেতা।
শেষ ওভারে বাংলাদেশের লাগত ৮ রান। প্রথম বলে ৪ হাঁকিয়ে জয়ের পথ আরো সহজ করে দেন রিতু। পরের দুই বলে ১ ও ২ রান নেন তিনি। যদিও শেষ ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে যান এই ব্যাটার। পঞ্চম বলে ১ রান নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন নিগার।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রান করে শ্রীলঙ্কা। ওপেনার হারশিতা সামারাউইক্রামার ৪৫ ও চামিরা আত্তাপাতুর ৩৮ রানের সুবাদে মাঝারি পুঁজি দাঁড় করায় লঙ্কানরা। ৪৪ বলে ৫ চারে ৪৫ রান করেন হারশিদা। অধিনায়ক আত্তাপাতু খেলেন ২ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৩৮ রানের ইনিংস।
নিলাকশি দে সিলভা করেন ২৮ বলে ২৯। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়েছেন তিনি। ১টি করে উইকেট নিয়েছেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রাবেয়া খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post