নিজেকে নিয়েই বিপাকে সৌম্য সরকার

0
25

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ  দলের মারমুখী ওপেনার সৌম্য সরকার। ইনিংস উদ্বোধন করতে নেমেই চার-ছক্কার ফুলঝরি ছড়ান। কিন্তুু সেই সৌম্য হারিয়ে গেছেন। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ে দল থেকে বাদ হয়ে হারিয়েছেন ফর্ম।

বহু চেষ্টা করেও নিজের ফর্ম খুঁজে পাচ্ছেন সৌম্য সরকার। যেনো নিজেকে নিয়েই তিনি বিপাকে ড়পেছেন। অনেক চেষ্টা করছেন, কিন্তুু ব্যাটিংয়ে ফর্ম হারানোর কোন কারণ খুঁজে পাচ্ছেন না। দ্বারস্থ হচ্ছেন সিনিয়রদের কিন্তুু কাজ হচ্ছে না। মারমুখীর সৌম্যের ব্যাট কথা বলছে গত এক বছর থেকে।

সৌম্যের অনেকদিন ধরেই দুঃসময় ছায়া হয়ে আছে। রান করাটা যেন দুঃসাধ্যর চেয়েও বড় কিছু হয়ে দাঁড়িয়েছে। আগের সেই দুর্বার চেহারায় ফেরাই হচ্ছে না সৌম্য সরকারের।

ফর্ম না থাকলেও নিজেকে ফিরে পাবার জন্য আফগানিস্তান সিরিজে সুযোগ পেয়ে ছিলেন।  কিন্তু তিন ম্যাচেই থেকেছেন অচেনা চেহারায়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও ব্যাটকে কথা বলাতে পারেননি। ইংল্যান্ড সিরিজে তাই সৌম্যকে বসেই থাকতে হয়েছে ডাগ আউটে।

ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে রাখা হয়েছে সৌম্যকে। দুই প্রস্তুতি ম্যাচের একটিতে অধিনায়কও করা হয়েছে তাকে। কিন্তু সব আলোচনা ছাপিয়ে প্রশ্ন উঠছে সৌম্যর সমস্যা কোথায়? শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রশ্নটা করা হলো সৌম্যকেই। কিন্তু সৌম্য জানালেন, নিজের সমস্যার ব্যাপারটি এখনো বুঝে উঠতে পারেননি।

গেল ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে নিজের ছায়া হয়ে থাকা সৌম্য নিজের সমস্যার ব্যাপারে বলছেন, ‘সমস্যাটা কোথায় নিজেও জানি না। সব সময়ই চেষ্টা করি এটা থেকে বের হওয়ার জন্য। সবার ক্ষেত্রে এমন সময় আসে। কে কতো দ্রুত বের হতে পারে,  সেটাই হচ্ছে বিষয়। ভালো হয়েছে আমার ক্যারিয়ারের শুরুতেই এটা আসছে। যদি এটা কাটিয়ে উঠতে পারি খুব ভালো হবে।’

সাধারণত টানা বাজে সময় গেলে সিনিয়র ক্রিকেটার, কোচ বা মনোবিজ্ঞানিদের দ্বারস্থ হন ব্যাটসম্যানরা। সৌম্যও এর ব্যতিক্রম নন। বাজে সময় কাটিয়ে উঠতে বাঁহাতি এই ওপেনারও একই কাজ করছেন, ‘হ্যাঁ কথা চলছে। সব চেষ্টাই করছি। দেখা যাক কোনটাতে সফল হই। অনেক ভালো কথায় কাজ হয় না। অনেক সময় সাধারণ মানুষের একটা কথাও কাজে লাগে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here