স্পোর্টস ডেস্ক:: বিপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে যেনো সবার হয়ে ব্যাট ধরলেন এনামুল হক বিজয়। সেঞ্চুরির ইনিংসের পর জানালেন আক্ষেপের কথা। বাংলাদেশী ক্রিকেটাররা বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে বেশি সুযোগ পান না। ফলে নিজেদের তারা প্রমাণ করতে পারেন না।
বাংলাদেশের অনেক ক্রিকেটারের সামর্থ্য আছে বাইরের লিগে খেলার, পারফর্ম করার। তবে তাদের সুযোগ সীমিত। এনামুল হক বিজয় খুলনা টাইগারের বিপক্ষে সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে এনে অভিযোগের সুরেই বললেন এসব কথা। দুর্দান্ত ব্যাটিং করেছেন। সেঞ্চুরি করেও অবশ্য দুর্বার রাজশাহীকে জেতাতে পারেননি অধিনায়ক বিজয়।
দল জিততে না পারায় সেঞ্চুরি নিয়ে আত্মতৃপ্তি নেই বিজয়ের। এমন ম্যাচ জয় একজন ক্রিকেটারের কাছে স্বপ্ন সেটিও বলেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে আমার ইনিংস নিয়ে বিশেষ কিছু বলার নেই। স্কোরবোর্ডে দেখছিলাম ম্যাচটা কতটুকু ক্লোজে (জয়ের কাছাকাছি) নিয়ে যাওয়া যায়, রান রেট কত চলছে। বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ম্যাচ জেতাতে পারলে আলাদা শান্তি লাগত। এমন ম্যাচ জেতাতে পারা কিন্তু ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো ব্যাপার। সবার আশা থাকে ক্যারিয়ারে এমন পাঁচ-ছয়টা ম্যাচ সে জেতাবে। তাই আফসোস থেকে যাবে।’
সেঞ্চুরির জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে বিজয় বলেন, ‘আমরা যেসব ইনিংস দেখি, এর পেছনে বলবয়, কোচ, থ্রোয়ার, যাঁরা কাছের মানুষ আছেন, তাঁদের আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। সেই সকাল থেকে অনুশীলন করি। এটা ৩৬০ ডিগ্রি বলেন বা আন–অর্থোডক্স শট বলেন, এগুলো সুযোগ ব্যাটসম্যানের জন্য। খেলার সময় ভেবেছি, কীভাবে পাওয়ারপ্লে শেষে বাউন্ডারি বের করতে পারব।’
সামর্থ্য থাকার পরও বাংলাদেশী ক্রিকেটাররা বাইরের লিগে বেশি সুযোগ পান না আফসোস করে বিজয় বলেন, ‘মাহিদুল অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান যেসব ইনিংস খেলছে (সেগুলো দারুণ)। শামীম দারুণ ইনিংস খেলেছে, আজকে (গত রাতে) আফিফ ভালো খেলেছে। আমাদের ছেলেরা কিন্তু বাইরের লিগে অত সুযোগ পায় না। বাংলাদেশের প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি কম খেলে। সাকিব ভাই, মুশফিক ভাই, মোস্তাফিজ, তাসকিনদের খেলতে দেখেছি কিছু কিছু।’
আফগানিস্তানের ক্রিকেটারদের উদাহরণ দিয়ে বিজয় আরো বলেন, ‘আফগানিস্তানের জাতীয় দলে খেলেন না, তাঁরাও কিন্তু বিগ ব্যাশ, আইপিএল খেলছেন। তাঁরা কিন্তু বড় প্লেয়ারে পরিণত হচ্ছেন। আমাদের মধ্যেও কিন্তু সেই কোয়ালিটি রয়েছে। যখন এই ম্যাচগুলো হয়, তাঁরা নিজেদের প্রমাণ করার সুযোগ পান। যে নামগুলো বললাম, তাদের সামর্থ্য আছে। প্রতিভার চেয়ে পারফরমার বেশি জরুরি। ছোট ইনিংস যদি বড় করা যায়, ধারাবাহিক হতে পারে, তাহলে ভালো খেলোয়াড় হয়ে উঠবে। তারা দারুণ ক্রিকেট খেলছে, নিজেরা বড় ক্রিকেটারে পরিণত হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০