নিজেদের বড় ভুলের খেসারত দিতে হচ্ছে আর্সেনালকে- আর্তেতা

0
55

স্পোর্টস ডেস্কঃ আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গিয়েছে, আর্সেনাল ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।

এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। তবে এবার মিকেল আর্তেতার অধীনে দারুণ ছন্দে গানাররা। শীর্ষস্থান করেছে মজবুত। যদিও গতরাতে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে পয়েন্ট খুইয়েছে তারা।

ড্র করে হাতের নাগালে চলে আসা শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। লন্ডন স্টেডিয়ামে রোববার (১৬ এপ্রিল) এগিয়ে থেকে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে আর্তেতার শিষ্যরা। পয়েন্ট হারিয়ে এই  কোচের মতে, নিজেদের বড় ভুলের খেসারতই দিতে হচ্ছে দলকে।

আর্তেতা বলেন, ‘আমরা তৃতীয়-চতুর্থ গোলের চেষ্টা করিনি। আমরা ভেবেছি যে, ওদের সঙ্গে স্রেফ হালকাভাবে খেলেই ফল ধরে রাখতে পারব। সবকিছু যখন আমাদের হাতে, আমরা তখন তাদের আশা দিয়েছি এবং ওয়েস্ট হ্যামের কৃতিত্ব, তারা তা লুফে নিয়েছে। এরপর আমরা লাগাম নিতে ধুঁকেছি।’

এই ড্রতে ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট দাঁড়ালো আর্সেনালের। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটি চার পয়েন্টে পিছিয়ে আছে। আগামী ম্যাচে ম্যানসিটি জয় পেলে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে মাত্র এক পয়েন্টে। আগামী ২৭ এপ্রিল ম্যানসিটির মাঠে মুখোমুখি হবে আর্সেনাল। ওই ম্যাচে হারলেই শিরোপা একপ্রকার হাতছাড়া হয়ে যাবে গানারদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here